Parittran

milandas@Parittran.org

পরিত্রাণে – এ নিয়োগ

১৯৯৩ সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার লক্ষণপুর গ্রামে দলিত ছাত্র-ছাত্রীরা ”দলিত শিক্ষার্থী এ্যাসোশিয়েশন ” নামে একটি প্লাটফরম গঠন করে। ১৯৯৭ সালে ”দলিত শিক্ষার্থী এ্যাসোশিয়েশন নামটি পরিবর্তন করে ‘‘পরিত্রাণ’’ নামকরণ করা হয়। পরিত্রাণ এর বাংলা অর্থ মুক্তি। পরিত্রাণ দলিতদের জন্য এবং দলিতদের দ্বারা পরিচালিত একটি আন্দোলন।বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণ সমাজে বর্ণ (জাতি ভেদ) এবং লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। পরিত্রাণ সাতক্ষীরা জেলার তালা ও যশোর জেলার কেশবপুর উপজেলায় বিভিন্ন প্রকল্পের আওতায় কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। নি¤œবর্ণিত পদে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে। বিস্তারিত জানতে এখানে কিল্ক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *